জমে উঠেছে কাত্যায়নী পূজা
ব্যাপক উৎসাহ-উদ্দীপনা, নয়নাভিরাম আলোকসজ্জা, সুউচ্চ তোরণ, রকমারি প্রতিমা নির্মাণের মধ্য দিয়ে মাগুরায় সনাতন ধর্মাবলম্বীদের পাঁচদিনব্যাপী ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা জমে উঠেছে। এবার শহরের সাতটি পূজামণ্ডপসহ জেলায় ৭০টি পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল মঙ্গলবার ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়েছে। আগামী শনিবার (২১ নভেম্বর) বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে কাত্যায়নী পূজা।
প্রায় ৬০ বছর ধরে দুর্গাপূজার ঠিক এক মাস পর মাগুরায় ঐতিহ্যবাহী কাত্যায়নী পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। মাগুরার জনৈক সতীশ মাঝি ১৯৫০ সাল থেকে স্বপ্নাদেশ পেয়ে এ পূজা শুরু করেন শহরের পারনান্দুয়ালী গ্রামে নিজ বাড়িতে।
এর সূত্র ধরে পরবর্তী সময়ে ১৯৯০ সালের পর থেকে আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিকতা শুরু হয়।
বর্তমানে শহরের ছানার বটতলা, নতুন বাজার, সাতদোয়া, তাঁতীপাড়া, জামরুলতলা, নিজনান্দুয়ালী, পারনান্দুয়ালীসহ জেলার বিভিন্ন স্থানে এ পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূজা উপলক্ষে শহরকে আলোকিত করা হয়েছে। পূজামণ্ডপগুলো সেজেছে নানা সাজে।
এ পূজাকে ঘিরে রাতের আলো-আঁধারি দেখতে মাগুরা শহর, শহরতলিসহ বিভিন্ন উপজেলার সনাতন ধর্মাবলম্বীরা পূজামণ্ডপে ভিড় করছেন। এ ছাড়া ঝিনাইদহ, নড়াইল, যশোর, ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলা এমনকি ভারত থেকে প্রতিদিন লাখো নারী-পুরুষ শহরে আসছেন।
পূজা উপলক্ষে পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তাব্যবস্থা। এরই মধ্যে শহরের ১২টি প্রবেশ মুখে পুলিশি চেকপোস্ট বসিয়ে দর্শনার্থীদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
প্রতিটি পূজামণ্ডপসহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে সিসি ক্যামেরা।