বাপের বাড়ি যাওয়া হলো না রাশিদার
সাতক্ষীরা সদর উপজেলায় বাসচাপায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের ছয়ঘরিয়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
এরা হলেন উপজেলার বাগানবাড়ি এলাকার রফিকুল ইসলামের স্ত্রী রাশিদা খাতুন (৪০) ও তাঁর মেয়ে সুমি খাতুন (১২)। রাশিদার বাপের বাড়ি ছয়ঘরিয়ায়। তিনি ওই গ্রামের সোহেল উদ্দিনের মেয়ে।
ঘটনাস্থল থেকে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, রাশিদা মেয়ে নিয়ে বাপের বাড়ি যাচ্ছিলেন। তাঁরা বাস থেকে নেমে হেঁটে যাচ্ছিলেন। এ সময় যশোরের দিক থেকে আসা সংগ্রাম পরিবহনের একটি বাস তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সোহরাব উদ্দিন জানান, দুজনের লাশ থানায় নিয়ে আসা হচ্ছে। শনিবার ময়নাতদন্তের জন্য লাশ দুটি সাতক্ষীরা হাসপাতাল মর্গে পাঠানো হবে।