কেন্দুয়া পৌর মেয়রের ইন্তেকাল
নেত্রকোনার কেন্দুয়া পৌরসভার মেয়র মো. আবদুল হক ভূঁইয়া (৬৭) আর নেই। ক্যানসারে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকার একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, দুই ছেলেমেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবদুল হক ভূঁইয়া সারা জীবন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। পৌরসভার মেয়র হওয়ার আগে তিনি কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়ন পরিষদে দুবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তাঁর মৃত্যুর সংবাদ কেন্দুয়ায় ছড়িয়ে পড়লে সর্বস্তরের লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
আজ বিকেল ৩টায় আবদুল হক ভূঁইয়ার জানাজা কেন্দুয়া খেলার মাঠে অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় সংসদ সদস্য ইফতেখার উদ্দিন তালুকদার পিন্টুসহ জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।