পাকা সড়কের দাবি করায় হাজতবাস
কুমিল্লার চান্দিনায় শালচর গ্রামে পাকা সড়কের দাবি করে পোস্টার সাঁটানোর সময় ছয়জনকে আটক করে পুলিশ। গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে ওই গ্রাম থেকে তাঁদের আটক করা হয়। পরে মুচলেখা দিয়ে আজ শুক্রবার বিকেলে থানা থেকে তাদের ছেড়ে দেওয়া হয়।
আটকরা হলেন ইকবাল হোসেন (২৮), আলমগীর হোসেন (২২), সবুজ (২০), জসিম উদ্দিন (২৩), সাইফুল ইসলাম (১৭) ও শহিদুল ইসলাম (১২)। এরা সবাই শালচর গ্রামের বাসিন্দা।
শালচর গ্রামের মো. মাইন উদ্দিন এনটিভি অনলাইনকে বলেন, ‘আমাদের গ্রামের শাখা রাস্তাগুলি বেশির ভাগই কাঁচা। বিশেষ করে আমাদের গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের সড়কটি সম্পূর্ণ কাঁচা হওয়ায় বিদ্যালয়গামী শিশু শিক্ষার্থীদের চরম বিপাকে পড়তে হয়। তাই আমাদের গ্রামের কিছু যুবক মিলে পাকা সড়কের দাবিতে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণের জন্য দেয়ালে দেয়ালে পোস্টার সাঁটাচ্ছিল।’ এ সময় পুলিশ তাদের আটক করে নিয়ে যায় বলে জানান মো. মাইন উদ্দিন।
এ ব্যাপারে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমদ নিজামী বলেন, পোস্টারে তেমন খারাপ কিছু লেখা নেই। সব পোস্টার তুলে নেবে এমন অঙ্গীকারনামা দিলে আজ বিকেলে তাঁদের ছেড়ে দেওয়া হয়।
তাহলে থানায় আনলেন কেন- এমন প্রশ্নের জবাবে ওসি বলেন, ‘রাতে পোস্টার লাগাতে দেখে জনতা আটক করে আমাদের দেয়। তাই আমরা তাঁদের আটক করে থানায় নিয়ে আসি।’