চলে গেলেন সি এস করিম
পরমাণু বিজ্ঞানী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা চৌধুরী সাজ্জাদুল করিম মারা গেছেন। শুক্রবার রাতে রাজধানীর বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। আনবিক শক্তি কমিশনের সাবেক এ চেয়ারম্যান সবার কাছে পরিচিত ছিলেন সি এস করিম নামে।
বাংলাদেশ মেডিকেল কলেজের চিকিৎসক আবদুল মান্নান এনটিভি অনলাইনকে জানিয়েছেন, শুক্রবার রাত পৌনে ১১টার দিকে সি এস করিম মারা যান। তিনি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
২০০৭ সালে ফখরুদ্দীন আহমদ নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের কৃষি ও পানিসম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন সি এস করিম।