সরকারও অবৈধ, পার্লামেন্টও অবৈধ : রব
জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আসম আব্দুর রব বলেন, ‘এখন যে সরকার ক্ষমতায় আছে, তার যে পার্লামেন্ট, সেটা জনগণের সম্মতিতে হয়নি, যে সরকার তা জনগণের সম্মতিতে হয়নি। সরকারও অবৈধ, এ পার্লামেন্টও অবৈধ।’
আজ সোমবার সাতক্ষীরায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে জেলা জেএসডির ত্রিবার্ষিক সম্মেলন উপলক্ষে আয়োজিত সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন আ স ম রব।
আ স ম রব বলেন, ‘জনগণের ভোটের অধিকার ধ্বংস করেছে সরকার। জনগণের ভোটের অধিকার ফেরত দিতে হবে। অবাধ, সুষ্ঠু একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। যে দেশের মানুষ শতকরা ১০০ শতাংশ শিক্ষিত নয়, সে দেশে দলীয় ভিত্তিতে নির্বাচন হলে নির্বাচন সুষ্ঠু ও অবাধ নিরপেক্ষ হয় না।’
আ স ম রব আরো বলেন, ‘এখানে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট করতে হবে। উচ্চ কক্ষে যাবেন আপনারা, সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কৃষক, বুদ্ধিজীবী, ব্যবসায়ীদের মধ্য থেকেও থাকবেন। এরা যখন থাকবেন, এরা কোনো দল করে না। এরা নিরপেক্ষ সরকার নির্বাচিত করার চেষ্টা করবেন।’
উচ্চ কক্ষ গঠন করে শেখ হাসিনাকে অবিলম্বে পদত্যাগ করে একটি অন্তর্বর্তীকালীন সরকার উচ্চ কক্ষ থেকে করে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার দাবি জানিয়েছেন আ স ম রব।
জেলা জেএসডির সভাপতি মোসলেমউদ্দিনের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে আরো বক্তব্য দেন কেন্দ্রীয় সেক্রেটারি আব্দুল মালেক রতন, সহসভাপতি এম এ গোফরান, জেলা সম্পাদক সুধাংশু শেখর সরকার, আতিয়ার রহমান গদাই, মীর জিল্লুর রহমান, নিত্যানন্দ সরকার, আলী নূর খান বাবুল , মোহাম্মদ আবুল হোসেন প্রমুখ।