সাতক্ষীরায় জামায়াত-শিবিরের ৩২ জন গ্রেপ্তার
হরতালকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সবাই জামায়াত-শিবিরের লোক বলে জানিয়েছে পুলিশ।
জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, নাশকতার লক্ষ্যে জড়ো হওয়ায় রোববার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া আজ সোমবার দুপুরে শহরের নিউমার্কেট মোড়ে একটি বাড়ির মধ্যে জড়ো হওয়া আরো ১৮ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।