যৌনপল্লী থেকে মদ উদ্ধার, আটক ২
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিশেষ অভিযান চালিয়ে পুলিশ মদ উদ্ধার করেছে। এ সময় আটক করা হয়েছে দুজনকে। সোমবার দুপুরে এ অভিযান চালানো হয়।
তাঁরা হলেন উপজেলার দৌলতদিয়ার চর এলাকার নিহাজ (৩৯) ও রুবেল (৩০)।
রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রবিউল ইসলাম জানান, তাঁর নেতৃত্বে দুপুরে পুলিশ ও গোয়েন্দা (ডিবি) পুলিশ এ অভিযান চালায়। অভিযানে এক হাজার ৬৯০ ক্যান বিয়ার, ১২ বোতল বিদেশি মদ ও ৮৫ লিটার দেশি মদ উদ্ধার করা হয়।
এ সময় দুজনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে মদ বিক্রির ৭০ হাজার ১০০ টাকা উদ্ধার করা হয়। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা করা হবে বলে জানান এএসপি।