বরিশাল মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হোস্টেলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াৎ হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে কলেজ শাখা ছাত্রলীগের অনুপ গ্রুপের কর্মীরা লাঠিসোটা ও ধারালো অস্ত্র নিয়ে ১ নম্বর হোস্টেলে হামলা চালায়। এ সময় সেখানে অবস্থানরত ছাত্রলীগের ইমরান গ্রুপের সদস্যরা অস্ত্র নিয়ে প্রতিপক্ষকে প্রতিহত করে।
এতে পুলিশের উপপরিদর্শক ফরিদ, ছাত্রলীগের ইমরান গ্রুপের সাজিদসহ অন্তত ১০ জন আহত হয়। তাঁদের মধ্যে আটজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।
পরে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
গত রাত ৯টায় কলেজ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুপ গ্রুপ উপস্থিত হলে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপরই ঘটে হামলা ও সংঘর্ষের ঘটনা।
ক্যাপশন : বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হোস্টেলে গতকাল শনিবার রাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : এনটিভি