শিল্পী শ্যামসুন্দর বৈষ্ণবের স্ত্রীর মৃত্যু
চট্টগ্রামের আঞ্চলিক গানের সম্রাট শ্যামসুন্দর বৈঞ্চবের স্ত্রী রেণুবালা বৈষ্ণব আর নেই। আজ বুধবার সকালে হাটহাজারীর উত্তর ফতেয়াবাদের নন্দীরহাট গ্রামের বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
রেণুবালার বয়স হয়েছিল ৭৬ বছর। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। বিকেলে তাঁকে নিজ গ্রামে সমাধিস্থ করা হয়েছে।
শ্যামসুন্দর বৈষ্ণব ও রেণুবালা বৈষ্ণবের ছোট ছেলে প্রেমসুন্দর বৈষ্ণবও আঞ্চলিক গানের শিল্পী হিসেবে জনপ্রিয়তা অর্জন করেছেন।