রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাইকেল আরোহী নিহত
রাজবাড়ী সদর উপজেলার ফেলুর দোকানের কাছে রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে আজ বৃহস্পতিবার দুপুরে ট্রাকের ধাক্কায় হাকিম শেখ (৬৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মুলঘর ইউনিয়নের রশোরা গ্রামে।
রাজবাড়ীর আলাদিপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আবদুর রউফ জানান, দুপুর প্রায় সাড়ে ১২টার দিকে কুটির হাট থেকে হাকিম শেখ রাস্তার পাশ দিয়ে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন। পথে দ্রুতগামী একটি ট্রাক পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও সহকারী পলাতক। তাঁদের ধরতে পুলিশ মাঠে নেমেছে।
ময়নাতদন্তের জন্য হাকিম শেখের লাশ বর্তমানে আলাদীপুর হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।