এবার বগুড়ায় শিয়া মসজিদে গুলি, মুয়াজ্জিন নিহত

বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে আহত তিনজনের মধ্যে দুজন। ছবি : ফোকাস বাংলা
বগুড়ায় শিবগঞ্জ উপজেলার হরিপুরে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ওই মসজিদের মুয়াজ্জিন মোয়াজ্জেম হোসেন (৬০) নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো তিনজন। তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর এই ঘটনা ঘটে।
আহত তিনজন হলেন হরিপুর গ্রামের বাসিন্দা আফতাব হোসেন (৪০), মাওলানা শাহিনুর (৩৫) ও আলাদীপুর গ্রামের তাহের মিস্ত্রি (৫০)।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৪ অক্টোবর ঢাকায় হোসেনি দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে।