শিয়া মসজিদে হামলার দায়ও স্বীকার করল ‘আইএস’

বগুড়ায় শিয়া মসজিদে হামলার দায়ও স্বীকার করেছে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সক্রিয় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গি কার্যক্রম পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এ তথ্য জানিয়েছে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুরে একটি শিয়া মসজিদে মুসল্লিদের ওপর নির্বিচার গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে মসজিদের মুয়াজ্জিন নিহত হন। আহত হন তিন মুসল্লি।
এর আগে ঢাকায় ইতালির নাগরিক, রংপুরে জাপানের নাগরিককে হত্যা এবং ঢাকায় হোসেনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলার দায়ও আইএস পরিচয়ে স্বীকার করা হয়।
ঘটনার প্রত্যক্ষদর্শী আহত ব্যক্তিরা জানান, হরিপুর বাসস্ট্যান্ডসংলগ্ন শিয়া মসজিদে গতকাল মাগরিবের নামাজ শেষে বেশ কয়েকজন মুসল্লি এশার নামাজের জন্য অপেক্ষা করছিলেন এবং দোয়া-কালাম পড়ছিলেন। তখন নিয়মিত মুসল্লিদের সঙ্গে ২০ থেকে ২২ বছর বয়সী অপরিচিত তিন যুবক মসজিদে প্রবেশ করে। তাদের মাথায় টুপি ও পরনে পাজামা-পাঞ্জাবি ছিল। ওই তিন যুবক মসজিদে ঢুকেই মুসল্লিদের লক্ষ্য করে গুলি ছুড়তে থাকে। গুলির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এলে ওই তিন যুবক দৌড়ে পালিয়ে যায়।
গোলাগুলির ঘটনা প্রসঙ্গে বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল গতকাল জানিয়েছিলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মসজিদটি ঘিরে রেখেছে। জড়িতদের ধরতে এলাকায় অভিযান চলছে।
এর আগে গত ২৪ অক্টোবর ঢাকায় হোসেনী দালানে শিয়াদের তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় বোমা হামলার ঘটনা ঘটে।
এদিকে, গুলিতে ইমাম নিহতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে পুলিশ।