চান্দিনায় অবৈধ সার বিক্রির দায়ে ব্যবসায়ীর জেল
অনুমোদনহীন সার বিক্রির দায়ে কুমিল্লার চান্দিনা বাজারের সার বিক্রেতা মেসার্স অহিদ অ্যান্ড সন্সের মালিক মো. সুমন মিয়া (২৫) নামের এক ব্যবসায়ীকে ১৭ দিনের জেল ও ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ ছালেহ আহাম্মদ এ রায় দেন।
ইউএনও শেখ ছালেহ আহাম্মদ এনটিভি অনলাইনকে জানান, সোমবার গভীর রাতে চান্দিনা বাজারের গুদামে অভিযান চালিয়ে ৩৬০ বস্তা টিএসপি সার ও ১০০ খালি বস্তা ট্রাক থেকে খালাস করার সময় ব্যবসায়ী সুমনকে আটক করা হয়। এ সময় সার বহনকারী ট্রাকটিও আটক করা হয়।
ইউএনও আরো জানান, চট্টগ্রামের লোহাগাড়ার আমিরাবাদ এলাকার সুলতানা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান থেকে এই সার আমদানি করা হয়েছে। বস্তায় উৎপাদন প্রতিষ্ঠানের কোনো নাম-ঠিকানা নেই। এর মান নির্ণয়ের জন্য পরীক্ষা করা হবে।