বকশীবাজারে আদালতের পাশে ককটেল বিস্ফোরণ
পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা সড়কে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় ওই মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির দুটি মামলার শুনানি চলছিল। আজ বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এনটিভি অনলাইনকে বলেন, আদালত থেকে প্রায় ৫০০ গজ দূরে আলিয়া মাদ্রাসা সড়কে এই ককটেলের বিস্ফোরণ হয়। তবে এগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, তা বোঝা যায়নি বলে জানান তিনি।
আলিয়া মাদ্রাসায় স্থাপিত তৃতীয় বিশেষ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার দুর্নীতির দুটি মামলার বিচার কার্যক্রম আগামী ৫ এপ্রিল পর্যন্ত মুলতবি করেছেন; একই সঙ্গে খালেদা জিয়ার বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা বহাল রেখেছেন।