সমাজসেবক আবদুস সামাদের স্ত্রীর ইন্তেকাল
পাবনা শহরের শালগাড়িয়া সদর হাসপাতাল এলাকার বিশিষ্ট সমাজসেবক ইঞ্জিনিয়ার আব্দুস সামাদের স্ত্রী মোছাম্মৎ লুৎফুন্নাহার বেগম (৬৫)ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)। গতকাল রোববার ভোররাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি।
লুৎফুন্নাহারের ৪ মেয়ে, ৩ ছেলে, জামাতাসহ অসংখ্য গুনগ্রাহী রয়েছে। রোববার পাবনা জেনারেল হাসপাতাল মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে শালগাড়িয়া কবরস্থানে দাফন করা হয়।
পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, পাবনা প্রেসক্লাবের সাবেক সম্পাদক এবিএম ফজলুর রহমান লুৎফুন্নাহার বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।