১৪ দলের সমাবেশে বিস্ফোরণ, আহত ৪
রাজধানীর হাজারীবাগে ১৪ দলের সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত চারজন আহত হয়েছেন।
আজ বুধবার বিকেল ৪টার দিকে হাজারীবাগ পার্ক মাঠে অনুষ্ঠিত সমাবেশে ককটেল বিস্ফোরণের এ ঘটনা ঘটে। এ সময় মঞ্চে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ফজলে নূর তাপস।
আহতদের মধ্যে দুজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তাঁরা হলেন মুক্তার হোসেন (৩৫) ও সেলিম (৩৫)। তাঁরা দুজনই আওয়ামী লীগের কর্মী বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশফাঁড়ির নায়েক মো. মাসুদ এনটিভি অনলাইনকে বলেন, ‘আহত দুজনকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছেন।’
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোহাম্মদ আলী এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’
এর আগে দুপুর সোয়া ১২টার দিকে দুপুরে পুরান ঢাকার বকশীবাজারের আলিয়া মাদ্রাসা সড়কে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ওই মাদ্রাসায় স্থাপিত অস্থায়ী আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির দুটি মামলার শুনানি চলছিল। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ বিস্ফোরণ ঘটায়।
এ ব্যাপারে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক এনটিভি অনলাইনকে বলেন, আদালত থেকে প্রায় ৫০০ গজ দূরে আলিয়া মাদ্রাসা সড়কে এই ককটেলের বিস্ফোরণ হয়। তবে এগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, তা বোঝা যায়নি বলে জানান তিনি।