তুচ্ছ ঘটনায় আশুগঞ্জে সংঘর্ষ, আহত ৫০
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষে ৫০ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আজ বুধবার বিকেলে সাড়ে ৫টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশা দাঁড়ানোর জায়গাকে কেন্দ্র করে উপজেলার খড়িয়ালা গ্রামের হাজি আবু তাহের মিয়ার সাথে পাশের বগইল গ্রামের নূর ইসলাম মেম্বারের বেশ কিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। আজ বিকেলে বিষয়টি নিয়ে আবারও দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়।
এর জের ধরেই উভয় পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় সংঘর্ষে ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর এনটিভি অনলাইনকে জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।