চাঁপাইনবাবগঞ্জে আলুর ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ, দগ্ধ ৩
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় আলুভর্তি একটি ট্রাকে পেট্রলবোমা নিক্ষেপ করেছে একদল দুর্বৃত্ত। বুধবার রাত ১১টার দিকে নিমতলা কাঠাল এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ট্রাকের চালকসহ তিনজন আগুনে দগ্ধ হয়েছেন।
অগ্নিদগ্ধরা হলেন ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার জালমাছমারি গ্রামের ফিরোজ কবির (৪০), চালকের সহকারী (হেলপার) সেলিম উদ্দীন (৩০) ও আলু ব্যবসায়ী সাহেব আলী (৩৫)। এর মধ্যে সেলিম উদ্দীনের অবস্থা আশঙ্কাজনক।
ট্রাকচালক শিবগঞ্জ উপজেলার ফিরোজ কবির বলেন, নওগাঁর ধামুরহাট থেকে আলু নিয়ে শিবগঞ্জ যাওয়ার পথে রাত ১১টার দিকে গোমস্তাপুরের নিমতলা কাঠাল এলাকায় ১০-১২ দুর্বৃত্ত ট্রাকের গতিরোধ করে পেট্রলবোমা নিক্ষেপ করে। ট্রাকে আগুন লেগে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে দগ্ধ তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে পাঠিয়ে দেন।