রাজবাড়ীতে এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ
জেলা প্রশাসনের উদ্যোগে আজ শুক্রবার রাজবাড়ীতে অসহায় দুস্থ এতিমদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী আজ সকালে মনাক্কা-আলভী বালিকা এতিমখানার শিশুদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এতিমখানার উপদেষ্টামণ্ডলীর সদস্যরা উপস্থিত ছিলেন।