সাতক্ষীরায় বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৬
সাতক্ষীরায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৫৬ জনকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে ১৫ জন বিএনপি-জামায়াতের নেতা-কর্মী।
গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে আজ শনিবার সকাল পর্যন্ত জেলার সাত উপজেলায় অভিযান চালিয়ে এঁদের গ্রেপ্তার করা হয়। এ ছাড়া অবৈধ অস্ত্রসহ দেবহাটা উপজেলা থেকে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
জেলা পুলিশ প্রশাসনের তথ্য কর্মকর্তা ও উপপরিদর্শক কামাল হোসেন এনটিভি অনলাইনকে জানান, জেলায় বিশেষ অভিযান চালিয়ে মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এঁদের মধ্যে অনেকেই বিভিন্ন মামলার আসামি। তাঁদের গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠানো হবে।
এর বাইরে দেবহাটা উপজেলার নাংলা গ্রাম থেকে আবদুর গফুর (৩৮) নামের এক যুবককে অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন অস্ত্র ব্যবসায়ী বলেও দাবি করেন এসআই।