মানবিক দিবসে মাগুরায় মানববন্ধন
বিশ্ব মানবিক মর্যাদা দিবসে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন মাগুরা জেলা শাখা ও দলিত সমাজকল্যাণ ফাউন্ডেশন যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন শেষে একই জায়গায় সমাবেশ করেন বক্তারা। বক্তব্য রাখেন ডা. তাসুকুজ্জামান ও বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন, মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক উত্তম কুমার দাস মন্টু। বক্তারা বাংলাদেশে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আদায় ও আইন কমিশনের সুপারিশ করা বৈষম্য বিলোপ আইন-২০১৪ প্রণয়নসহ আট দফা দাবি উপস্থাপন করেন।