নালিতাবাড়ীতে রিভলবারসহ গ্রেপ্তার ২

ভারতীয় রিভলবারসহ গ্রেপ্তার দুই যুবক। ছবি : এনটিভি
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন বনকুড়া থেকে একটি ভারতীয় রিভলবারসহ দুজনকে আটক করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে আটকের পর ওই দুজনকে পুলিশ ‘অস্ত্র ব্যবসায়ী’ বলে পরিচয় দেয়।
গ্রেপ্তারকৃতরা হলেন জেলার নকলা উপজেলার বানেশ্বরদীর শাহ আলম (৩০) ও মুখলেছুর রহমান (৩৮)।
নালিতাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) আরিফ হোসেন এনটিভিকে বলেন, ‘ভারতীয় সীমান্তবর্তী এলাকার বনকুড়ার নিশ্চিন্তপুর ব্রিজের কাছে মোটরসাইকেল আরোহী দুই যুবককে তল্লালিকালে তাঁদের কাছে ৬ বোরের একটি ভারতীয় রিভলবার পাওয়া যায়।’
পুলিশের ধারণা, ভারত থেকে সীমান্তপথে বিক্রির জন্য রিভলবারটি আনছিলেন ওই দুই যুবক। এ ব্যাপারে নালিতাবাড়ী থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানায় পুলিশ।