পাংশায় পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
রাজবাড়ীর পাংশা পৌরসভায় এক মেয়র পদপ্রার্থী ও চার কাউন্সিলর পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রোববার যাচাই বাছাইয়ের পর তাঁদের মনোনয়নপত্র বাতিল করা হয়।
ভুলত্রুটির কারণেই পাংশা পৌরসভায় আট মেয়র পদপ্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি বাহারাম সরদার ও চার কাউন্সিলর পদপ্রার্থী গোবিন্দ চন্দ্র কুণ্ডু, আলেপ সরদার, মুস্তাফিজুর রহমান ও হাফিজুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা ও পাংশা পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্রের সঙ্গে সঠিকভাবে তালিকা না দেওয়ায় মেয়র পদপ্রার্থী বাহারাম সরদারের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আর নানা ভুল ত্র“টির কারণে কাউন্সিলর পদের প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।