ভারতে পাচারের সময় দুই নারীকে উদ্ধার
ভারতে পাচারকালে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে দুই নারীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গতকাল রোববার সন্ধ্যায় তলুইগাছা সীমান্ত এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়। আজ সোমবার তাঁদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়।
তাঁরা হলেন বাগেরহাটের মংলা উপজেলার হলদিবুনিয়া গ্রামের চাঁন মিয়ার স্ত্রী রওশনারা খাতুন ও একই গ্রামের সজীবের স্ত্রী রুমা খাতুন।
বিজিবির তলুইগাছা কোম্পানি কমান্ডার সুবেদার হায়দর আলী সাংবাদিকদের জানান, সন্ধ্যায় গোপন সূত্রে খবর আসে, পাচারকারীরা দুই নারীকে ভারতে নিয়ে যাচ্ছে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।
আটক দুই নারী বিজিবিকে জানিয়েছেন, তাঁদের দালালরা ভালো কাজের প্রলোভন দেখিয়ে ভারতে নিয়ে যাচ্ছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ শেখ জানান, দুই নারীর অভিভাবকদের খবর দেওয়া হয়েছে। তাঁদের হাতে তুলে দেওয়ার চেষ্টা চলছে। এতে কোনো ধরনের সমস্যা হলে তাঁদের নিরাপত্তা হেফাজতে পাঠানো হতে পারে।