সিরাজগঞ্জে ইউপি চেয়ারম্যানসহ ২২ জন আটক
সিরাজগঞ্জের শাহজাদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিএনপি নেতাসহ ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার ভোর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন উপজেলার পোরজনা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হোসেন চাঁদ বাবু ও পোতাজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান বিএনপি নেতা রফিকুল ইসলাম চুন্নু। তাঁদের বিরুদ্ধে নাশকতা, পুলিশের কাজে বাধা ও আলোচিত ট্রেন পোড়ানো মামলাসহ অন্তত ১২টি মামলায় গ্রেপ্তার পরোয়ানা রয়েছে বলে জানিয়েছেন শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাব উদ্দিন খলিফা।
ওসি এনটিভি অনলাইনকে বলেন, বাকিরা বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামি। সবাইকে আজ বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও বিজিবির সদস্যরা এই অভিযানে অংশ নেন।