পঞ্চগড় বিএনপি-জামায়াতের ৫ নেতা-কর্মীর রিমান্ড মঞ্জুর
পঞ্চগড়ে বাস ও আওয়ামী লীগ কার্যালয় পোড়ানোর মামলায় জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল খালেক ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ আনোয়ার হোসেনসহ বিএনপি-জামায়াতের পাঁচ নেতা-কর্মীর দুই দিনের পুলিশি রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার বিকেল পৌনে ৫টায় ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম কৃষ্ণ কান্ত রায় জামিন নামঞ্জুর এবং ওই রিমান্ড মঞ্জুর করেন।
মামলার তদন্ত কর্মকর্তা পঞ্চগড় থানার উপপরিদর্শক (এসআই) মো. বাবুল ইসলাম গত ৩ মার্চ আসামিদের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচদিনের রিমান্ডের জন্য আবেদন করেন। কিন্তু আদালতের বিচারক আবু হাসনাত মো. আবদুল ওয়াদুদ আজ বৃহস্পতিবার রিমান্ড আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেন।
আসামিপক্ষের আইনজীবী রফিকউদ্দিন, আদম সুফি ও মির্জা নাজমুল ইসলাম কাজল জানান, আদালত রিমান্ডের আগে এবং পরে আসামিদের স্বাস্থ্য পরীক্ষাসহ সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পঞ্চগড় থানার এসআই মো. বাবুল ইসলাম আসামিদের দুদিনের রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করেছেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন জেলা জামায়াতের আমির ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা আবদুল খালেক, সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ আনোয়ার হোসেন, জেলা যুবদলের সহ-সভাপতি আবদুস শহীদ বাবু, বিএনপিকর্মী মোশারফ হোসেন মুহুরী ও ছাত্রদলকর্মী হাসিবুল ইসলাম বকুল।
গত ২ মার্চ পঞ্চগড়ে বাসে ও আওয়ামী লীগ কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় পঞ্চগড় থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে সাতজনের নামোল্লেখ এবং অজ্ঞাতনামা ২১ জনকে আসামি করা হয়েছে।