লক্ষ্মীপুরে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষে সংঘর্ষ
লক্ষ্মীপুরে কমিটি গঠন নিয়ে স্বেচ্ছাসেবক লীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন। এ সময় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত নেতা-কর্মীরা সংগঠনের জেলা কমিটির সভাপতি বেলায়েত হোসেনের ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করে।
গতকাল শনিবার রাতে লক্ষ্মীপুর শহরের দক্ষিণ মজুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৌরসভার ১০ ও ১১ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে এ সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টরা জানায়, ঘটনার সময় ১০ ও ১১ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সম্মেলন চলছিল। এক পর্যায়ে সিলেকসনের মাধ্যমে কমিটি গঠনের প্রস্তাব করে জেলা কমিটি। এতে ক্ষিপ্ত হয়ে পৌর কমিটির সভাপতি জাহাঙ্গীর আলমের অনুসারীরা সভাস্থলে হামলা করে। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টাধাওয়া হয়। এ সময় জেলা কমিটির সভাপতির প্রাইভেটকার ভাঙচূর করা হয়।
আহতরা হলেন শহর স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক মেহেদী হাসান জুয়েল, মো. সজীব, হাকিম ও কবিরসহ পাঁচজন। তাঁরা লক্ষ্মীপুর সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
লক্ষ্মীপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জাহাঙ্গীর আলম জানান, জেলা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বৈরাচারী আচরণ এবং সংগঠনের গঠনতন্ত্রবিরোধী কার্যকলাপের কারণেই সংর্ঘষের ঘটনা ঘটে।
তবে অভিযোগ অস্বীকার করে জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুব ইমতিয়াজ বলেন, পৌর কমিটির সভাপতির ইন্ধনে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।