সাতক্ষীরায় এক মিনিটের টর্নেডো, চার বাড়ি লণ্ডভণ্ড
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ছোট কুপোট গ্রামে টর্নেডোর আঘাতে চারটি বাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। রোববার বেলা ১১টার দিকে আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে।
শ্যামনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সায়েদ মঞ্জুর আলম জানান, এক মিনিটেরও কম সময়ের মধ্যে টর্নেডোর আঘাতে চারটি বাড়ি ভেঙেচুরে পড়েছে।
আটুলিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আবদুল হামিদ জানান, সকাল থেকেই কুয়াশার কারণে সূর্যের মুখ দেখা যাচ্ছিল না। এমন সময় টর্নেডো আঘাত করে। ক্ষতিগ্রস্ত চারটি পরিবারের মধ্যে রয়েছেন নূর মোহাম্মদ ও মহম্মদ গাজী। খবর পেয়ে শ্যামনগরের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার ক্ষতিগ্রস্তদের বাড়িতে যান এবং তাঁদের হাতে নগদ অর্থসহায়তা দেন।
ইউএনও আবু সায়েদ মঞ্জুর আলম জানান, ক্ষতিগ্রস্তদের দুই বান্ডিল করে ঢেউটিন এবং নগদ টাকাসহ অন্যান্য সহায়তা দেওয়া হয়েছে। প্রয়োজনে আরো সাহায্য দেওয়া হবে বলে জানান তিনি।