সাতক্ষীরায় দুই কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হতে যাচ্ছেন
সাতক্ষীরার কলারোয়া পৌরসভায় একজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী এবং একজন সংরক্ষিত মহিলা কাউন্সিলর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।
এরা হচ্ছেন ১ নম্বর ওয়ার্ডের (১, ২ ও ৩) মহিলা কাউন্সিলর পদপ্রার্থী ফারহানা হোসেন এবং ২ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী মো. মনিরুজ্জামান।
অন্য কোনো প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বলে রোববার জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবুল হোসেন।
এদিন কলারোয়ায় দুজন সাধারণ কাউন্সিলর পদপ্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন । এরা হলেন ১ নম্বর ওয়ার্ডের ফুল মিয়া এবং ৭ নম্বর ওয়ার্ডের আলিমুর রহমান সরদার।
এছাড়া সাতক্ষীরা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর আনারুল ইসলামও এদিন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
প্রত্যাহরের পর সাতক্ষীরায় মেয়র পদে চারজন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপরদিকে কলারোয়ায় মেয়র পদে আওয়ামী লীগের একজন বিদ্রোহী প্রার্থীসহ চারজন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন এবং সংরক্ষিত আসনে ছয়জন প্রার্থী রয়েছেন ।