রামগতিতে জাপার মেয়র পদপ্রার্থীর গণসংযোগে হামলা
লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টির (জাপা-এরশাদ) মেয়র পদপ্রার্থীর নির্বাচনী গণসংযোগে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকরা হামলা করেছে। এতে দুজন নেতা-কর্মী আহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তবে পুলিশ বলেছে হামলা নয়, বাগবিতণ্ডা হয়েছে।
আজ সোমবার দুপুর ২টার দিকে জাতীয় পার্টির মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী বিষয়টি সাংবাদিকদের জানান।
আজাদ উদ্দিন চৌধুরী বলেন, ‘দুপুর পৌনে ১২টার দিকে রামগতি পৌরসভার আলেকজান্ডার বাণী সিনেমা হল এলাকায় নেতা-কর্মীদের নিয়ে নির্বাচনী গণসংযোগ করছিলাম। এ সময় আওয়ামী লীগের লোকজন আমার ওপর আক্রমণ করে। এমন পরিস্থিতিতে আমার সমর্থকরা বাধা দিলে তাঁদের ওপর হামলা চালানো হয়। এতে উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন ও সমর্থক জহির উদ্দিন চৌধুরী আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আমি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছি। এ ছাড়া জেলা আওয়ামী লীগের নেতাদের বিষয়টি জানানো হয়েছে।’
এ ব্যাপারে আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী মেজবাহ উদ্দিন মেজুর সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, ‘হামলার ঘটনা ঘটেনি। জাতীয় পার্টির প্রার্থী ও আওয়ামী লীগ প্রার্থীর লোকজনের মধ্যে বাগবিতণ্ডা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক রয়েছে।’
রামগতি পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন আজাদ উদ্দিন চৌধুরী। কিন্তু দল থেকে প্রার্থী করা হয় জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মেজবাহ উদ্দিন মেজুকে। আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে আজাদ উদ্দিন চৌধুরী জাতীয় পার্টিতে যোগ দিয়ে লাঙল প্রতীকে মেয়র পদে নির্বাচন করছেন।