ওসমানকে পাখির মতো গুলি করে হত্যা : ছাত্রশিবির
চট্টগ্রামের সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী ঠান্ডা মাথায় পাখির মতো গুলি করে ইসলামী ছাত্রশিবিরের ওসমান গনিকে হত্যা করেছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। আজ মঙ্গলবার ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই অভিযোগ করা হয়।
সীতাকুণ্ড উপজেলার দক্ষিণ রহমতনগরের নিজ বাড়ির পাশে আজ মঙ্গলবার দুপুরে পুলিশের গুলিতে উপজেলা শিবিরের বাইতুল মাল সম্পাদক ওসমান গনি (৩০) নিহত হন। তবে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান দাবি করেন, গ্রেপ্তারের সময় ওসমান গনি পুলিশের একটি অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় গুলি বের হয়ে তাঁর মৃত্যু হয়।
এর প্রতিবাদ ও নিন্দা জানিয়ে গণমাধ্যমে সংবাদ বিজ্ঞপ্তি পাঠায় চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক কনক হাসান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সভাপতি নুরুল আমিন বলেছেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকার দেশের আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়ে একের পর এক বিরোধী মেধাবী ছাত্রনেতাদের গুম ও হত্যা করেই যাচ্ছে। অবৈধভাবে রাষ্ট্রক্ষমতাকে নিজেদের পকেটে বন্দি করে গণতন্ত্রের নামে দেশে এক উদ্ভট তন্ত্র চালু করেছে। যেখানে নিজেদের দলীয় খুনি, সন্ত্রাসীদের ক্ষেত্রে আইনের তোয়াক্কা না থাকলেও বিরোধী দলের জন্য আইনের যথেচ্ছ ব্যবহার করে চলেছে। এরই ধারাবাহিকতায় সীতাকুণ্ডে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ বিনা অপরাধে দিনদুপুরে বাড়ি থেকে মা-বাবার সামনে ছেলেকে ধরে এনে পাখির মতো গুলি করে ঠান্ডা মাথায় শিবিরকর্মী ওসমানকে হত্যা করেছে। তারা শুধু তাকে হত্যা করে ক্ষান্ত হয়নি, উল্টো মিথ্যা অপবাদ দিয়ে গণমাধ্যমে প্রচার করছে।
চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সভাপতি নুরুল আমিন অভিযোগ করেন, তিনদিন আগে ব্যক্তিগত কাজে জয়পুরহাট থেকে ঢাকায় আসা জেলা শিবিরের সভাপতি আবুজর গিফারী ও সেক্রেটারি ওমর ফারুককে রাজধানীর আব্দুল্লাহপুর থেকে গুম করেছে। তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকলেও এখনো পর্যন্ত এ বিষয়ে পুলিশের কেউ কোনো তথ্য দিচ্ছে না। পরিবার ও সংগঠনের পক্ষ থেকে বারবার যোগাযোগ করা হলে তাতে তারা কোনো রকম সাড়া দিচ্ছে না।
জয়পুরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি ও সেক্রেটারি গুমের প্রতিবাদ ও তাঁদের সন্ধান এবং সীতাকুণ্ডে শিবিরকর্মী ওসমানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চট্টগ্রাম মহানগর উত্তর শিবিরের বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নুরুল আমিন আজ এসব কথা বলেন।
নগর উত্তরের শিবির নেতা এরশাদুল ইসলামের পরিচালনায় এতে আরো বক্তব্য দেন শিবির নেতা মাহবুবুর রহমান, নাছির উদ্দিন, এম হোসাইন, কুতুবুর রহমান, আর ইউ সুমন প্রমুখ।
সমাবেশে বক্তারা অবিলম্বে শিবির নেতা হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি গুম হওয়া শিবির নেতাদের দ্রুত পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।