সিংগাইরে ৫০ পদপ্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা
পুনঃতফসিল অনুযায়ী যাচাই-বাছাইয়ের শেষ দিনে মানিকগঞ্জের সিংগাইর পৌরসভা নির্বাচনে ছয় মেয়র ও সাত সংরক্ষিত মহিলা এবং ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে যাচাই-বাছাই শেষে প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মুনীর হোসাইন খান।
মেয়র পদপ্রার্থীরা হলেন বর্তমান মেয়র ও বিএনপিসমর্থিত প্রার্থী অ্যাডভোকেট খোরশেদ আলম জয়, আওয়ামী লীগসমর্থিত প্রার্থী আবু নঈম বাশার, খেলাফত মজলিশসমর্থিত মাওলানা আশরাফ আলী, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) ও সাবেক মেয়র মীর মো. শাজাহান, স্বতন্ত্র প্রার্থী মো. তোফাজ্জল হোসেন ও মো. হাফিজ উদ্দিন।
সিংগাইর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, প্রথম ঘোষিত তফসিল অনুযায়ী গত ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন আওয়ামী লীগ, বিএনপি ও খেলাফত মজলিশসমর্থিত প্রার্থীসহ স্বতন্ত্র ছয় মেয়র প্রার্থী। একই দিনে নির্দলীয় সাত সংরক্ষিত মহিলা এবং ৩৭ সাধারণ কাউন্সিলর প্রার্থীও মনোনয়নপত্র জমা দেন।
গত ৫ ডিসেম্বর প্রথম দিনে শুধু সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়। ওই দিন রাতে পৌরসভার ভোটার তালিকা ত্রুটিপূর্ণ হওয়ার অভিযোগে দায়ের করা এক রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট নির্বাচন ছয় মাস স্থগিত করে দেন। ওই স্থগিতাদেশের কপি আসে নির্বাচন কমিশনে। এর পরপরই এই পৌরসভা নির্বাচনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
গত ৭ ডিসেম্বর লিভ টু আপিলে হাইকোর্টের স্থগিতাদেশ বাতিল করেন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। স্থগিতাদেশ বাতিলের কপি নির্বাচন কমিশনে আসায় গতকাল সোমবার সকালে সিংগাইর পৌরসভা নির্বাচনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে।
সিংগাইর রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা জেলা নির্বাচন কর্মকর্তা মুনীর হোসাইন খান জানান, প্রথম তফসিলে সাধারণ কাউন্সিলর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়েছিল। পুনঃতফসিলে যাচাই-বাছাই করা হলো ছয় মেয়র ও সাত সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থীর। এতে মেয়রসহ ৫০ পদপ্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
মুনীর হোসাইন খান আরো জানান, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আগামী ২২ ডিসেম্বর। ২৩ ডিসেম্বর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এরপর নতুন বছরের ৭ জানুয়ারি নির্বাচনে ভোটগ্রহণ করা হবে।