ঝিনাইগাতীতে জমি নিয়ে বিরোধে একজন খুন

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় জমি নিয়ে এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের বিরোধে একজন খুন হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুস কুদ্দুছ (৪৫)। তাঁর বাড়ি হাতিবান্ধা ইউনিয়নের পাগলারপাড় গ্রামে। আজ শুক্রবার দুপুরে তিনানী বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানিয়েছে, মোহাম্মদ ইব্রাহিম নামের এক ব্যক্তির সঙ্গে দীর্ঘদিন ধরেই কুদ্দুছের রেষারেষি চলে আসছিল। সম্প্রতি কুদ্দুছ ও তাঁর সহযোগীরা ইব্রাহিমকে পিটিয়ে পা ভেঙে পঙ্গু করে দেন।
পুলিশ জানিয়েছে, দুপুরে তিনানী বাজারে পঙ্গু ইব্রাহিমের বড় ভাই রফিকুলের সঙ্গে কুদ্দুছের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় প্রতিপক্ষের লোকজন কুদ্দুছকে পিটিয়ে আহত করে। উন্নত চিকিৎসার জন্য বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান কুদ্দুছ।
ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কুমার দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ঝিনাইগাতী থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।’