রাজবাড়ীতে বৃদ্ধার লাশ উদ্ধার
রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দয়ালনগর গ্রাম থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধার (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই গ্রামে রাস্তার ধার থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) মামুন অর রশিদ জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে রাস্তার পাশ থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ।
ময়নাতদন্তের জন্য লাশ রাজবাড়ী মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এসআই রশিদ।