লক্ষ্মীপুরে জাপার মেয়র প্রার্থী ও আ.লীগ নেতা কারাগারে
সংঘর্ষের মামলায় লক্ষ্মীপুরের রামগতি পৌরসভার জাতীয় পার্টি (জাপা) মনোনীত মেয়র পদপ্রার্থী আজাদ উদ্দিন চৌধুরী ও রামগতি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু নাসেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ রোববার দুপুরে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মনির হোসেন তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অ্যাডভোকেট রহমত উল্লাহ বিপ্লব জানান, আজাদ ও আবু নাসের ২০১৩ সালের ডিসেম্বরে সংঘটিত একটি সংঘর্ষের ঘটনায় করা মামলার আসামি। আজ দুপুরে তাঁরা আদালতে গিয়ে ওই মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন। এ সময় আদালত জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।