‘ক্ষমতার অপব্যবহারে’ কলারোয়ার রিটার্নিং কর্মকর্তা বরখাস্ত
‘ক্ষমতার অপব্যবহার’ করায় সাতক্ষীরার কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ রোববার নির্বাচন কমিশনের এক ই-মেইলবার্তায় বিষয়টি জানানো হয়।
জেলা নির্বাচনী কর্মকর্তা আহম্মদ আলী বিকেলে এনটিভি অনলাইনকে জানান, ‘নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সহকারী সচিব মো. সাবেদ-উর রহমান স্বাক্ষরিত আদেশে কলারোয়া পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজই এ আদেশ এসেছে।’
ই-মেইলবার্তায় বলা হয়, ‘তিনি (আবুল হোসেন) ক্ষমতার অপব্যবহার করে অসদুদ্দেশ্যে আইনবহির্ভূতভাবে কলারোয়ার মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলাম লাল্টুর মনোনয়নপত্র গ্রহণ করেছেন। সত্য গোপন করে সরকারি চাকরি বিধিমালা ১৯৮৫ এবং নির্বাচনী শৃঙ্খলা ভঙ্গ করেছেন বিধায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হলো।’
তবে সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান এ সম্পর্কে কোনো তথ্য পাননি বলে জানিয়েছেন।
কলারোয়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আমিনুল ইসলাম লাল্টু কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান। বিধি অনুযায়ী মেয়র পদে নির্বাচন করতে হলে ওই পদে ইস্তফা দিতে হয়। এই পদত্যাগের সর্বশেষ সময় ছিল ৩ ডিসেম্বর। কিন্তু আমিনুল ইসলাম লাল্টু উপজেলা ভাইস চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ না করে ৩ ডিসেম্বর মনোনয়নপত্র জমা দেন।
বিষয়টি আইনবহির্ভূত উল্লেখ করে একজন স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী নির্বাচন কমিশনকে লিখিতভাবে জানান। এরই পরিপ্রেক্ষিতে গত ১৫ ডিসেম্বর (মঙ্গলবার) রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে খুলনায় প্রত্যাহার করে নেওয়া হয়। আজ রোববার তাঁর সেখানে যোগদান করার কথা। এর মধ্যেই দুপুরে আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের ই-মেইল পান জেলা নির্বাচন কর্মকর্তা।
রিটার্নিং কর্মকর্তা আবুল হোসেনকে সাময়িক বরখাস্তের বিষয়টি জানাজানির পর পরই তোলপাড় শুরু হয় কলারোয়া পৌরসভায়। আসন্ন পৌর নির্বাচনের ওপর এর কোনো প্রভাব পড়বে কি না, তা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ ভোটাররা।
এসব বিষয়ে জানতে চাইলে কলারোয়ার রিটার্নিং কর্মকর্তার দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, ‘আমি কেবলমাত্র আবুল হোসেনকে বরখাস্ত করার ঘটনার আদেশ দেখেছি। এর বেশি কিছু আমার জানা নেই।’
এ ব্যাপারে জানতে চাইলে সন্ধ্যায় আবুল হোসেন এনটিভি অনলাইনকে জানান, তাঁকে খুলনায় বদলি করা হয়েছে। আজ সকালে সেখানে তিনি অতিরিক্ত নির্বাচনী কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন।
আবুল হোসেন ২০১১ সালের ২ নভেম্বর সাতক্ষীরায় উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে যোগ দেন। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি সাতক্ষীরা জেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে পদোন্নতি পান।