শেরপুরে অপহরণের একদিন পর শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

শেরপুরের নালিতাবাড়ী থেকে অপহরণের একদিন পর শিশু হাদিউল ইসলামকে (৮) উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার দুপুর ১২টার দিকে নকলা উপজেলার ডাকাতিয়া কান্দা এলাকার থেকে তাকে উদ্ধার করা হয়। এই অপহরণ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
হাদিউল ইসলাম নালিতাবাড়ীর গোবিন্দনগর গ্রামের ব্যাংক কর্মকর্তা আ. হান্নানের ছেলে। সে গতকাল শনিবার বিকেলে বাড়ির কাছ থেকে অপহৃত হয়। এ ঘটনায় একটি অপহরণ মামলা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোবিন্দনগরের জমির উদ্দিন ও তাঁর ছেলে মাজহারুল ইসলাম এবং নকলার ধুকুরিয়া গ্রামের মনির হোসেন।
নালিতাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আবদুল বারী জানান, হাদিউল অপহরণের পর গতকাল রাতে মুঠোফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। এ সময় তাঁর বাবা আ. হান্নান পুলিশকে জানালে মুঠোফোন ট্র্যাক করে রাতেই নালিতাবাড়ীসহ উপজেলার বেশ কয়েকটি এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে আজ সকালে নকলার ডাকাতিয়া কান্দা এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
আবদুল বারী আরো জানান, গোবিন্দনগরের জমির উদ্দিন ও তাঁর ছেলে মাজহারুল শিশু হাদিউলকে পোস্টার দেওয়ার লোভ দেখিয়ে অপহরণ করে নকলার ধুকুরিয়া গ্রামের আ. হাইয়ের ছেলে মনির হোসেনের কাছে তুলে দেন। রাতেই তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ীই নকলার ডাকাতিয়া কান্দা এলাকা থেকে শিশু হাদিউলকে উদ্ধার করা হয়।
শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল ওয়ারিশ বলেন, পুলিশের অভিযান টের পেয়ে অপহরণকারীরা শিশুটিকে রাস্তায় ফেলে পালিয়ে যায়।