ভোটারদের আপ্যায়ন, সেই কাউন্সিলর পদপ্রার্থীর জরিমানা
বনভোজনে অংশ নিয়ে ভোটারদের খাবার ও পানীয় দিয়ে প্রভাবিত করার অভিযোগে সাতক্ষীরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনি মিন্টুকে আবারও জরিমানা করেছে নির্বাচন কমিশন।
আজ সোমবার বিকেলে শহরের মুনজিতপুরে সদর সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভিন ভ্রাম্যমাণ আদালতের বিচারক হিসেবে এ জরিমানা করেন। মিন্টু সাতক্ষীরা পৌরসভার বর্তমান কাউন্সিলর।
সহকারী কমিশনার (ভূমি) মনিরা পারভিন জানান, গত ১৭ ডিসেম্বর কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনি মিন্টু একটি বেসরকারি সংস্থার উদ্যোগে শহরতলির মোজাফফর গার্ডেনে আয়োজিত বনভোজনে অংশ নেন। এ সময় তিনি তাঁর এলাকার ভোটারদের মধ্যে খাদ্য ও পানীয় বিতরণ করেন।
এর ভিডিও চিত্রসহ অভিযোগ করেন একই ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার হোসেন অনু, আইয়ুব আলী ও শেখ শরিফুল ইসলাম। এরই পরিপ্রেক্ষিতে আজ ঘটনার তদন্তে গিয়ে অভিযোগের সত্যতা পান সহকারী কমিশনার (ভূমি)। এ সময় তিনি ওসমান গনির বিরুদ্ধে ৩১(১) ধারায় আচরণবিধি ভঙ্গের অভিযোগে ১৭(খ) ধারায় ১০ হাজার টাকা জরিমানা করেন।
এর আগে গত শনিবার কাউন্সিলর পদপ্রার্থী ওসমান গনি মিন্টু ভোটারদের মাঝে গেঞ্জি বিতরণ করেন। এই অভিযোগে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।