শেরপুরে বীরপ্রতীক বশির আহমেদকে সম্মাননা

কামালপুর থেকে শেরপুরের মুক্তিযুদ্ধে প্রতিটি যুদ্ধক্ষেত্রে যাঁর বীরত্ব গৌরবগাথা হয়ে রয়েছে, ১১ নম্বর সেক্টরের সেই মুক্তিযোদ্ধা বীরপ্রতীক অবসরপ্রাপ্ত নায়েক (সিগন্যাল) বশির আহমেদকে সম্মাননা দেওয়া হয়েছে।
বিজিবির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে ময়মনসিংহ বিজিবি সেক্টর সদরে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে সম্মাননা দেওয়া হয়। তাঁর হাতে সম্মাননা তুলে দেন ময়মনসিংহ বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল মো. শাহরিয়ার রশীদ ও শেরপুর সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ২৭ বিজিবি ব্যাটালিয়ন প্রধান লেফটেন্যান্ট কর্নেল এস এস বায়েজীদ খান।
অনুষ্ঠানে আরেক মুক্তিযোদ্ধা বীরপ্রতীক সুবেদার আবদুল জব্বারের পক্ষে মরণোত্তর সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে রেজাউল করিম।
সম্মাননা অনুষ্ঠানে বীরপ্রতীক বশির আহমেদ বলেন, তিনি বিজয়ের প্রাক্কালে ১১ নম্বর সেক্টরের পক্ষ থেকে পাকিস্তানি বাহিনীকে আত্মসমর্পণের আহ্বান জানান। পরে তাঁর প্রস্তাবে সম্মতি জানিয়ে পাকিস্তান সেনাবাহিনী আত্মসমর্পণ করে।