ফেনীতে জমি দখলে হামলা, গুলিতে দুজন নিহত
ফেনীতে জমি দখলকারীদের গুলিতে দুজন নিহত ও তিনজন আহত হয়েছে। আজ বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ফেনী সদর উপজেলার মধ্যম চাড়িপুরে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন মধ্যম চাড়িপুর গ্রামের হাজী এলাহী বক্স ভূঞা বাড়ীর আলী আকবরের ছেলে মাঈন উদ্দিন (৩২) ও একই বাড়ির লোকমান হোসেনের মেয়ে আকলিমা আক্তার (১৫)।
ঘটনার পরপর আহত তিনজনকে ফেনী জেলা সদর হাসপাতালে নেওয়া হয়। এর মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, ফেনীর মহীপাল এলাকার ছেরু মিয়াদের দখলে না থাকা জমি নামমাত্র মূল্যে কিনে নেন একই এলাকার সাহেদ চৌধুরী। বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাহেদ চৌধুরী ভাড়াটে সন্ত্রাসী দিয়ে আলী আকবরের বাড়িতে হামলা চালিয়ে গুলি বর্ষণ করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা চালায়। এতে গুলিতে দুজন নিহত ও তিনজন আহত হয়।