কাঠবোঝাই ট্রাক পড়ল ভ্যানের ওপর, শিশুসহ নিহত ৩
গাইবান্ধার পলাশবাড়ীতে কাঠবোঝাই ট্রাক উল্টে একটি রিকশাভ্যানের ওপর পড়ে শিশুসহ তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। আজ রোববার দুপুর দেড়টার দিকে উপজেলার ড্রিমল্যান্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন গোবিন্দগঞ্জ উপজেলার বেড়ামলঞ্চা গ্রামের হাছেন আলীর স্ত্রী হাফেজা বেগম, তালককানুপুর গ্রামের রজ্জব আলীর স্ত্রী রানী বেগম ও লেবু মিয়ার শিশু সন্তান স্বপন মিয়া।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর দেড়টার দিকে পলাশবাড়ীর ড্রিমল্যান্ড এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে বগুড়ামুখী একটি কাঠবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত রিকশাভ্যানের ওপর উল্টে পড়ে। এতে চাপা পড়ে ভ্যানের তিনযাত্রী নিহত এবং চারজন আহত হয়। আহতদের পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।