লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৫
লক্ষ্মীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন। আজ রোববার সকালে পৃথক স্থানে এ দুটি দুর্ঘটনা ঘটে।
সকাল ৬টার দিকে সদর উপজেলার মজুচৌধুরীর হাট সড়কের সাইফিয়া দরবার শরিফ এলাকায় দুটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালক ও রামগঞ্জ উপজেলার সোনাইমুড়ির কাজিরখিল এলাকায় সকাল ৮টার দিকে বাসের ধাক্কায় ট্রাক্টরের চালকের সহকারী নিহত হন।
নিহত অটোরিকশার চালক নুরুল ইসলাম (৩৫) কমলনগর উপজেলার চরমার্টিন গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ট্রাক্টরের চালকের সহকারী রুবেল হোসেন (২০) রামগঞ্জ উপজেলার দেহলা গ্রামের এরশাদ মিয়ার ছেলে।
চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ জানায়, সকালে মজুচৌধুরীর হাট থেকে অটোরিকশাচালক নুরুল ইসলাম নুরু যাত্রী নিয়ে লক্ষ্মীপুরের দিকে যাচ্ছিলেন। পথে সাইফিয়া দরবার শরিফ এলাকায় পৌঁছালে অন্য একটি অটোরিকশার সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় চালক নুরুল ও বেলাল হোসেনসহ চারজন আহত হন। তাঁদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পর নুরুল মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফখরুদ্দিন ভূঁইয়া জানান, সকালে রামগঞ্জ উপজেলার সোনাইমুড়ি সড়কের কাজিরখিল আনসার ক্যাম্প এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরকে চৌমুহনী থেকে ছেড়ে আসা জননী পরিবহন নামের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে চালকের সহকারী রুবেল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় দুজন আহত হয়েছেন। ট্রাক্টরটি দুমড়েমুচড়ে যায়। এ ঘটনার প্রতিবাদে রামগঞ্জ-সোনাইমুড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় উত্তেজিত জনতা। পরে পুলিশ গিয়ে যান চলাচল স্বাভাবিক করে।