কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা
মিছিল করতে নিষেধ করায় নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভা নির্বাচনে মিছিল করতে নিষেধ করায় নির্বাচনের দায়িত্বে থাকা এক নির্বাহী ম্যাজিস্ট্রেটকে লাঞ্ছিত করেছে আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থীর লোকজন। আজ রোববার বিকেলে নাগেশ্বরী কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, আওয়ামী লীগ সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হোসেন ফাকুর পক্ষে একটি মিছিল বের হলে কলেজ মোড় এলাকায় তাঁদের থামিয়ে মিছিল করতে নিষেধ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবু রায়হান দোলন। এ সময় মিছিলে নেতৃত্বদানকীরদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে অতর্কিত পেছন থেকে তাঁর মাথায় আঘাত করে মিছিলকারীরা। এতে আহত হন তিনি।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি।