৬ দফা দাবিতে শেবাচিমে চিকিৎসকদের অবস্থান ধর্মঘট
পেশাভিত্তিক প্রশাসন গড়ে তোলা এবং বেতন উত্তোলনে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)স্বাক্ষর বাতিলসহ ছয় দফা দাবিতে বরিশালে অবস্থান ধর্মঘট পালন করেছেন চিকিৎসক ও ইন্টার্নি চিকিসকরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ সোমবার দুপুর ১২টায় শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতাল ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির উদ্যোগে ঘণ্টাব্যাপী এই অবস্থান ধর্মঘট চলাকালে হাসপাতালে সব সেবা কার্যক্রম বন্ধ রাখেন চিকিৎসকরা। অবস্থান ধর্মঘট চলাকালে দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বক্তব্য দেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটির বিভাগীয় সভাপতি ডা. ইসতিয়াক হোসেন,ডা. অসিম কুমার সাহা,ডা. অসিত ভূষণ দাস ও ইন্টার্নি চিকিৎসক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোসাদ্দেক হোসেনসহ অন্যরা।