পাবনা পৌরসভার আ.লীগ প্রার্থীর ভাইয়ের ইন্তেকাল
পাবনা শহরের কালাচাঁদপাড়ার মরহুম সুলতান হোসেন মোল্লার চতুর্থ ছেলে মো. তাজিম হোসেন আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। তাজিম পাবনা পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী রকিব হাসান টিপুর ছোট ভাই।
তাজিম মা, স্ত্রী, চার ভাই, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর। তাঁর মৃত্যুতে পাবনায় শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় কালাচাঁদপাড়ার আল হেলাল মসজিদে মাগরিবের নামাজ পড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তাজিম। দ্রুত তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তাজিম ব্যক্তিগতভাবে অত্যন্ত ধার্মিক ও সদালাপী ছিলেন।
এদিকে তাজিমের মৃত্যুর খবর পেয়ে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের নেতাকর্মী, ব্যবসায়ী নেতা ও সাংবাদিকরা হাসপাতাল ও তাঁর বাড়িতে ভিড় করেন। তাজিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহবুব-উল-হক হানিফ, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আযম এমপি, পাবনা সদর আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি রেজাউল রহিম লাল, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোশারফ হোসেন, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ আবদুল লতিফ বিশ্বাস ও পাবনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এ বি এম ফজলুর রহমান গভীর শোক প্রকাশ করেছেন।
মঙ্গলবার সকাল ১০টায় পাবনা শহরে বাংলাদেশ ঈদগাহ মাঠে তাজিমের জানাজা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে।