রৌমারীতে বাঁধ নির্মাণের দাবিতে বিক্ষোভ, অবস্থান ধর্মঘট
বেড়িবাঁধ নির্মাণের দাবিতে কুড়িগ্রামের রৌমারী উপজেলার ফলুয়ার চরে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট পালন করেছে কয়েক হাজার চরবাসী।
উপজেলার কুটিরচর খানপাড়া থেকে ফলুয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ ধর্মঘট পালিত হয়।ধর্মঘটে বন্যা ও ব্রহ্মপুত্রের ভাঙনে ক্ষতিগ্রস্ত চরবাসী কোদাল ও ঢালী নিয়ে নদী তীরে অংশ নেয়।
বিক্ষোভকারী আফসার হোসেন বলেন, বেড়িবাঁধটি নির্মাণ না করায় প্রতিবছর বন্যা ও নদী ভাঙনে ফলুয়ারচরের শত শত ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত এবং ব্রহ্মপুত্রের ভাঙনে বিলীন হয়ে যায়। ফলে নিঃস্ব হয়ে মানবেতর জীবন-যাপন করতে হয় তাদের।
পরে কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বঙ্গবাসি, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, কুটিরচর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর আলম, অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. ফজলুল কবির বাবলু উপস্থিত হয়ে বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস দিলে অবস্থান ধর্মঘট প্রত্যাহার করে নেয় এলাকাবাসী।