কুমারখালীতে জামায়াত নেতা গ্রেপ্তার
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ভোট শুরুর আগে আজ বুধবার সকাল পৌনে ৮টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল হক জানান, ভোট শুরুর আগে উপজেলা ভাইস চেয়ারম্যান ও জামায়াতের আমির কুমারখালী স্পোর্টিং ক্লাব ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার সঙ্গে কথা বলছিলেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।