পটুয়াখালীর দুই পৌরসভার ১৮টির মধ্যে ছয়টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ
সাগরপাড়ের উপজেলা কলাপাড়া ও পর্যটনকেন্দ্র কুয়াকাটা পৌরসভার ঝুঁকিপূর্ণ ছয়টি কেন্দ্রসহ মোট ১৮টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল থেকেই কেন্দ্রগুলোতে রয়েছে ভোটারদের উপস্থিতি। যেকোনো ধরনের নাশকতা এড়াতে এলাকাগুলোতে মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশসহ (বিজিবি) আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এ ছাড়া সার্বিক নিরাপত্তার দিকে নজর রাখছেন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট।
কলাপাড়ার রিটার্নিং কর্মকর্তা ইউএনও জাহাঙ্গীর হোসেন জানান, কলাপাড়া ও কুয়াকাটা নির্বাচনী এলাকার নয়টি করে ১৮টি কেন্দ্রে ১২ জন নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এর মধ্যে তিনটি কেন্দ্রের বিপরীতে একজন করে মোট তিনজন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। এ ছাড়া দুজন নির্বাহী ও একজন বিচারিক ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বে রয়েছেন। দুই পৌরসভায় এক প্লাটুন করে বিজিবি ছাড়াও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
কলাপাড়া ও কুয়াকাটা পৌরসভার তিনটি করে মোট ছয়টি কেন্দ্রকে অধিক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে এ দুই পৌর নির্বাচনে অংশ নেওয়া আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও বিএনপি প্রার্থীরা পৌরসভা দুটির সব কেন্দ্রকেই ঝুঁকিপূর্ণ বলে দাবি করে একাধিকবার সংবাদ সম্মেলন করেছেন।
দুই পৌরসভায় মোট ভোটারের সংখ্যা ১১ হাজার ২৬ জন। এর মধ্যে কুয়াকাটায় তিন হাজার ৪৯৫ জন পুরুষ ও তিন হাজার ৩৫০ জন নারী ভোটার এবং কলাপাড়ায় পাঁচ হাজার ৪৯৭ জন পুরুষ ও পাঁচ হাজার ৫৩৯ জন নারী ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এদিকে, বিএনপির মেয়র প্রার্থীর অভিযোগের কারণে কলাপাড়া পৌর এলাকার ১ নম্বর নির্বাচনী ওয়ার্ডের প্রিসাইডিং কর্মকর্তা শিলা রানী দাসকে প্রত্যাহার করে নিয়েছেন কলাপাড়া রিটার্নিং কর্মকর্তা।