শঙ্কায় আছেন বিএনপির বাকসর্বস্ব নেতারা : হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, নির্বাচন নিয়ে বিএনপির বাকসর্বস্ব নেতাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। আজ বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘শুধু বিএনপির যেসব বাকসর্বস্ব নেতা আছে, বাকবাজ নেতা, তাদের মধ্যে কিছুটা শঙ্কা কাজ করছে। কারণ ভোট গ্রহণ যখন স্বতঃস্ফূর্তভাবে চলছে, ভোটের হার যখন বৃদ্ধি পাচ্ছে, তখন তাদের মধ্যে শঙ্কাটাও বৃদ্ধি পাচ্ছে। কারণ যতই সময় যাচ্ছে, তাদের মধ্যে শঙ্কা হচ্ছে, এ নির্বাচনে নিশ্চিত পরাজয়ের দিকে তারা যাচ্ছে। এই শঙ্কার কারণে তারা এখনো বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে।’
‘এই ভোটকে শুরু থেকেই বিএনপি কিন্তু বিতর্কিত করার চেষ্টা করেছিল। সেই বিতর্কিত করার ধারা কিন্তু এখনো অব্যাহত আছে’, যোগ করেন হানিফ।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে এই ভোট চলাকালীন অবস্থায় যশোরে একটি ভোটকেন্দ্রের ওখানে আমাদের সাংবাদিকদের ওপরে ককটেল নিক্ষেপ করা হয় পরিকল্পিতভাবে। যে সাংবাদিকের ওপর ককটেল নিক্ষেপ করা হয়েছিল, তাৎক্ষণিকভাবেই সেই সাংবাদিককে টেলিফোন করে খোঁজ নিয়েছি। কেউ আহত হন নাই। অল্পের জন্য সকলে রক্ষা পেয়েছেন।’